1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাহিন্দ্রার সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৫

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদির বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি, মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।现场 গিয়ে বিস্তারিত জানা যাবে।”

ভাঙ্গা ফায়ার সার্ভিসের তথ্যমতে, সকালে সোয়া ৬টার দিকে মিজান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

খবর পেয়ে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট