রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মোছা. জহুরা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. নাসির জানান, জহুরা বেগম রাস্তা পার হয়ে বাসায় ফেরার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হলেও বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীর করাটি তলা এলাকার ৪৮/১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত