ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুসন্তান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমাড়ী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪৩), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাদের আট বছর বয়সী ছেলে মাহিম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে করে তিনজনই ভাটই বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত