1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কাজ শেষে চারজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল নিহত হন। গুরুতর আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাইম ছিদ্দিকি বলেন, মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

এর আগে, একই দিন সকালে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে আরও তিনজন নিহত হন। পৃথক দুটি ঘটনায় একদিনেই এক্সপ্রেসওয়েতে ছয়জনের প্রাণ গেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!