ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
নিহতদের পরিচয়:
আবদুস সামাদ ফকির (৬০)
তার ছেলে বিলাল হোসেন (৪০)
মেয়ে আফসানা (২২)
অ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদার (২৮)
দুর্ঘটনার বিবরণ:
পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন মারা যান এবং বাকি চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। আহতরা জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে।
ঘটনার পেছনের কারণ:
বিলালের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা ছিলেন। গতরাত থেকে তার প্রসব বেদনা শুরু হলে পরিবারের ১০ জন মিলে তাকে নিয়ে ঢাকায় আসছিলেন। ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করার পরিকল্পনা ছিল।
এক্সপ্রেসওয়ের নীমতলি এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। চালক রাস্তার ডান পাশে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিলেন। কিছু যাত্রী অ্যাম্বুলেন্সের ভেতরে বসা ছিলেন এবং কয়েকজন বাইরে দাঁড়িয়ে ছিলেন।
বাসের বিবরণ:
গোল্ডেন লাইন পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার আব্দুল্লাহপুর যাচ্ছিল। বাসের হেলপার সাইফুল ইসলাম শান্ত জানান, বাসটি দ্রুত গতিতে ছিল এবং চালক ফয়সাল (৪০) ব্রেক কষেও থামাতে ব্যর্থ হন, ফলে অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত