1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) প্রকাশ্যে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

গত বুধবার দুপুরে পূর্বপরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েকজন যুবক সোহাগকে ডেকে নেয়। সন্ধ্যায় হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে ভয়াবহ এ হত্যাকাণ্ড ঘটে। তাকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে মাথা ও শরীরে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্রও করা হয় এবং হামলাকারীরা তার শরীরের ওপর লাফিয়ে ওঠে।

নিহত সোহাগ পুরোনো তামার তার, অ্যালুমিনিয়াম শিট ও ভাঙারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, পূর্ব বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট