1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ, মৃত্যুর গুজব নিয়ে পরিবারের উদ্বেগ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ একাধিক রোগে ভুগছেন।

গত ৫ জুলাই ডায়ালাইসিসের সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

গুজবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফরিদা পারভীনের স্বামী, বিশিষ্ট সুরকার গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, “উনার অবস্থা সত্যিই ভালো নয়, তবে তিনি এখনও জীবিত। এমন মিথ্যা খবর আমাদের পরিবারের ওপর মানসিক চাপ তৈরি করছে। সবাইকে অনুরোধ করছি, তার জন্য দোয়া করুন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।”

তিনি আরও জানান, ২০১৯ সাল থেকে ফরিদা পারভীন কিডনি রোগে ভুগছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টজনিত কারণে তাকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। বর্তমানে কিডনি ও ফুসফুসের জটিলতার পাশাপাশি আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট