চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আগের ৩০ শতাংশের সঙ্গে যুক্ত হয়ে মোট শুল্কের হার দাঁড়াবে ১৩০ শতাংশে। চীনের নতুন রফতানি নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকর হওয়ার পরই এ ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, “চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রফতানির ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।” একই সঙ্গে তিনি জানান, আগামী ১ নভেম্বরের মধ্যে ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার’-এর ওপর নতুন রফতানি নিয়ন্ত্রণ জারি করা হবে—যা বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে।
এর আগে, আরেক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে বলেন, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে “শত্রুতাপূর্ণ আচরণ” করছে। তার অভিযোগ, চীন বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতাকে “জিম্মি” করার চেষ্টা করছে।
এছাড়া, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কোনো প্রয়োজন আমি দেখি না।”
ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে তা মার্কিন অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।