1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১ এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি এই সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব অতিরিক্তভাবে পালন করবেন।

ড. আব্দুল্লাহর এই নিয়োগকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে, কারণ তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। তবে শফিকুল আলম দাবি করেছেন, তার ভাইকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনি কোনও ধরনের প্রভাব খাটাননি। তিনি বলেন, “আমার ভাই একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা। তাকে প্রশাসক পদে নিযুক্ত করার জন্য আমাকে কোনো তদবির করতে হয়নি।”

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) গত ১ সেপ্টেম্বর অফিস আদেশ জারি করে তার নিয়োগ দেয়। ড. আব্দুল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেছেন সেপ্টেম্বরের শুরুতে। তার আগে নাসিক প্রশাসক ছিলেন এ এইচ এম কামরুজ্জামান, যিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেছেন।

অতিরিক্ত দায়িত্ব সম্পর্কিত প্রশ্নে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “প্রেস সচিবের ভাই হওয়ায় নয়, বরং পর্যাপ্ত কর্মকর্তা না পাওয়ায় আমাদের মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকেই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। নছর সাহেবকেও সেই কারণে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ ৩১ আগস্ট থেকে প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে পরে তিনি জানতে পেরেছেন যে ড. আব্দুল্লাহ প্রেস সচিবের ভাই।

প্রসঙ্গত, ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!