দেশের বিমানবন্দরের নিরাপত্তা শক্তিশালী করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নতুন বাহিনী এয়ার গার্ড বাংলাদেশ (এজিবি) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা বাহিনীর অর্গানোগ্রাম ও কার্যক্রম চূড়ান্ত করবে।
তবে বেবিচকের নিজস্ব সিকিউরিটি বিভাগ অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তারা পূর্বেও এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের চেষ্টা প্রতিহত করেছিল এবং আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এভসেক কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরে নিরাপত্তার জন্য ইতিমধ্যে পর্যাপ্ত সংস্থা রয়েছে, নতুন বাহিনী প্রয়োজন নেই, বরং সমস্যাগ্রস্ত কর্মকর্তাদের পদ স্থায়ী করা ও বেতন বৃদ্ধির দাবি এখনো মেলেনি।
অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন, নতুন বাহিনী ডেপুটেশনের মাধ্যমে কার্যকর হবে না। বরং এয়ারপোর্ট অথরিটির অধীনে বাহিনী গঠন করা বেশি ফলপ্রসূ হবে। বিশেষভাবে সতর্ক করা হয়েছে, বেসামরিক বাহিনীর নামে সামরিকায়ন না করা এবং আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশনের নিয়ম মেনে উদ্যোগ নেওয়া জরুরি।
সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মফিদুর রহমান বলেন, কমিটিতে সিভিল অ্যাভিয়েশনের প্রতিনিধি রাখা হয়নি, যা প্রক্রিয়াকে আরও কার্যকর ও বৈধ করে তুলতে হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত