ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প লেখেন, “সবার জন্য আনন্দের খবর! ইসরায়েল ও ইরানের মধ্যে একটি পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় দেশ তাদের চলমান চূড়ান্ত সামরিক অভিযান শেষ করার সুযোগ পাবে। এরপর ১২ ঘণ্টা পর থেকে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে।”
তিনি আরও জানান, “আনুষ্ঠানিকভাবে, ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ১২তম ঘণ্টায় ইসরায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পরে, এই ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। যুদ্ধবিরতির প্রতিটি ধাপে উভয় পক্ষ একে অপরের প্রতি শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল আচরণ করবে।”
ট্রাম্প ইরান ও ইসরায়েলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের সাহস, বুদ্ধিমত্তা ও দৃঢ়তার জন্য অভিনন্দন জানাই। অবশেষে এই ১২ দিনের ভয়াবহ যুদ্ধের অবসান ঘটছে।”
এ বিষয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।