কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে গড়ে তোলা হচ্ছে বিশ্বের প্রথম এআই-নির্ভর শহর। ‘আইয়ন সেন্টিয়া’ নামের এই অত্যাধুনিক শহরটি নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত, যার অবস্থান হবে দেশটির রাজধানী আবুধাবিতে। ২০২৭ সালের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১৯ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ‘আইয়ন সেন্টিয়া’ হবে এমন একটি শহর, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নাগরিকদের জীবনযাপন, কাজের ধরন ও অভ্যাসে আমূল পরিবর্তন আনবে।
এই শহরে থাকবে পূর্বাভাসভিত্তিক সেবা, স্বয়ংক্রিয় অবকাঠামো ব্যবস্থাপনা এবং বাস্তব সময়ে শক্তি সংরক্ষণের সুবিধা। এআই প্রযুক্তির মাধ্যমে শহরটি তার বাসিন্দাদের দৈনন্দিন জীবন ও আচরণ বিশ্লেষণ করে সেই অনুযায়ী বিভিন্ন সুবিধা প্রদান করবে। এতে করে শহরবাসীর জীবন হবে আরও স্মার্ট ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালিত।
‘আইয়ন সেন্টিয়া’ প্রকল্পটি আবুধাবির নগর জীবনকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।