1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের একমাত্র জীবিত ব্যক্তি ব্রিটিশ নাগরিক বিশ্ব কুমার রমেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার ঘটনায় একমাত্র জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি হলেন ব্রিটিশ নাগরিক বিশ্ব কুমার রমেশ।

৪০ বছর বয়সী লন্ডনপ্রবাসী রমেশ হিন্দুস্তান টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সবকিছু এত দ্রুত ঘটে গেল। আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে শুধু মৃতদেহ। আমি ভয় পেয়ে দৌড়াতে শুরু করি। চারপাশে শুধু বিমানের টুকরো ছড়িয়ে ছিল।”

বিশ্ব কুমার রমেশ জানান, তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে ফিরছিলেন। তার ভাইও একই ফ্লাইটে ছিলেন, তবে বিমানের অন্য একটি সারিতে বসে ছিলেন। বিমানের দুর্ঘটনার পর থেকে তার ভাই নিখোঁজ। কান্নাভেজা কণ্ঠে রমেশ বলেন, “আমি তাকে আর খুঁজে পাচ্ছি না।”

ভয়াবহ এ দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন, আর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানে মোট ২৪২ জন ছিলেন, যার মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট