নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে জেলা শহরের দেওভোগ এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। সতর্ক অবস্থানে ছিল পুলিশের বড় একটি গাড়িবহর।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে বিপুলসংখ্যক সমর্থক তাঁর বাড়ির সামনে জড়ো হয়। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে আইভী বলেন, "তাদের (পুলিশ) বলবা আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে।"
পরে, রাত ৩টার দিকে পুলিশের তিন সদস্যের একটি দল তাঁর বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় আইভী তাঁদের কাছে রাতের বেলা গ্রেপ্তার করার বিষয়ে অস্বীকৃতি জানান এবং দিনের আলোতে গ্রেপ্তার করার দাবি জানান।
অবশেষে, ভোরের আলো ফুটতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার সময় আইভী বলেন, "আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি। তাহলে এইভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন?"
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি জানিয়েছেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় ১টি মামলা রয়েছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।"
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত