আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তাদের পক্ষে সব ধরনের প্রচারণা চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন উপদেষ্টা।
উপদেষ্টা আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে, "সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।"
"আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কোন প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ, গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ।"
"মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদানও নিষিদ্ধ করা হয়েছে।"
এই পদক্ষেপের লক্ষ্য হলো ফ্যাসিবাদী সংগঠনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করা এবং দেশব্যাপী সন্ত্রাসের পুনরাবৃত্তি রোধ করা।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত