আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে অপসারণ করা ৫৪৭ কর্মকর্তার পুনর্বহালের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২৪ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী। তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে গত ২৮ জুলাই তাদের চাকরিচ্যুত করা হয়। এরপর স্ব-স্ব পদে পুনর্বহালের জন্য আবেদন করলেও সাড়া না পেয়ে তারা হাইকোর্টে রিট করেন।
অভিযোগকারীরা জানান, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ব্যাংকের স্বার্থে কাজ করলেও গত ২০ জুলাই আকস্মিকভাবে অফিসিয়াল ই-মেইলের মাধ্যমে তাদের চাকরিচ্যুতির চিঠি পাঠানো হয়। যৌক্তিক কারণ ছাড়াই উদ্দেশ্যমূলকভাবে তাদের অপসারণ করা হয়েছে। কোনো কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়নি। বরং পরিকল্পিতভাবে মূল্যায়ন টেস্টকে চাকরিচ্যুতির অজুহাত হিসেবে দেখানো হচ্ছে এবং তাদের পদে নতুন নিয়োগের উদ্যোগ চলছে।
তারা আরও বলেন, চাকরিচ্যুতি সম্পূর্ণ বেআইনি ও নীতিবিরোধী। এতে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চরম আর্থিক সংকট ও মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। তাই অন্যায়ের প্রতিকার করে পুনর্বহালের আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের ২৫ জানুয়ারি জারি করা বিআরপিডি সার্কুলার নং ০৪-এর ৩.৬ ক্রমিকে বলা হয়েছে— শুধু লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার কারণে কোনো কর্মকর্তা প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হতে পারেন, কিন্তু একই অজুহাতে চাকরিচ্যুত করা যাবে না।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত