পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন বি এন পি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অদ্য বৃহঃস্পৃতিবার ২০২৫ ইং দুপুর ২ঃ০০ ঘটিকার পর থেকে গোহালাকান্দা ঈদগাহ মাঠে কিংবদন্তী সমাজ সেবক সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জেলা বি এন পি নেত্রকোনা,সাবেক সদস্য জেলা বি এন পি নেত্রকোনা মরহুম ফকির হারুন আল হেলালের ২য় মৃত্যুবার্ষিকী ২০২৫ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
গোহালাকান্দা ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক আব্দুল মতিন এর সভাপতিত্বে ও গোহালাকান্দা ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক এনায়েত কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আলহাজ্ব আবু তাহের তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বি এন পি,সাবেক ভিপি নেত্রকোনা সরকারী কলেজ,ধানের শীর্ষের নমিনী ১৬১ নেত্রকোনা -৫ (২০১৮)
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,আলহাজ্ব আবদুর রহিম তালুকদার,সদস্য নেত্রকোনা জেলা বি এন পি,হাবিবুর রহমান ফকির,যুগ্ন আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,ফকির মোঃ ছায়েদ আল মামুন শহীদ যুগ্ন আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,হাবিবুর রহমান হাবিব যুগ্ন আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,সালাউদ্দিন নওয়াব যুগ্ন আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,আবুল হাসনাত বেপারী যুগ্ন আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,আব্দুল গফুর যুগ্ন আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,জাহাঙ্গীর আলম যুগ্ন আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি, মোঃ আনোয়ার হোসেন খান সুপল্ব সাবেক সহসভাপতি ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্চাসেবক দল,এম এ মনসুর খোকন আকন্দ সিনিয়র যুগ্ন আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্হিত ছিল বি এন পি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা ও প্রেস মিডিয়ার সাংবাদিকগন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মরহুম ফকির হারুন আল হেলাল আমার অন্তরের মানুষ ছিলেন,তার মত বি এন পির নিবেদিত প্রাণ,সৎ,পরোপকারী সমাজ সেবক,কর্মীবান্ধব নেতা শ্যামগঞ্জে দ্বিতীয়টি আর কেউ হবে বলে মনে করি না।
তিনি মরহুমের বিদায়ী আত্নার মাগফেরাত কামনা করেন আর বলেন,তাকে যেন আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করে।
দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত