আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”
এই গণ জমায়েতে দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু হয়।
আজ সকাল আটটার দিকে এই বিক্ষোভে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। রাত একটার পর হেফাজতে ইসলামের কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মীও সেখানে যান। রাত দুইটার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে অংশ নেন।
এ সময় কখনো টানা, কখনো কিছুটা বিরতি দিয়ে স্লোগান দিতে থাকেন এনসিপির নেতাকর্মীরা।