আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে বিক্ষোভকারীরা জমায়েত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে তারা যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে গিয়ে বিক্ষোভ করতে শুরু করেন।
এই বিক্ষোভে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান উঠছে। স্লোগানগুলো মধ্যে রয়েছে, ‘জুলাই আমার চেতনা, জুলাই আমার বিশ্বাস’, ‘বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন’, ‘ঢাকার জনগণ নেমে আসুন, নেমে পড়ুন’, ‘সাঈদ-আসিফ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এই জমায়েতে দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত