1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

ইরান-ইসরায়েল উত্তেজনায় জর্দানে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে জর্দানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৫ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রকাশ করে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্দানের স্থানীয় কর্তৃপক্ষ যেকোনো সময় পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা সতর্কতা জারি করতে পারে। তাই বাংলাদেশি নাগরিকদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কতামূলক বার্তা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের বেলা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস আরও জানায়, নিরাপত্তা সতর্কতা হিসেবে স্থানীয় কর্তৃপক্ষ সাইরেন বাজালে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা অনুসরণ করতে হবে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দূতাবাস। হোয়াটসঅ্যাপ ও ইমো-সমর্থিত নম্বর: +৯৬২৭৮১৬৪০০৮১।

এই সংকটকালীন সময়ে সকল বাংলাদেশি নাগরিককে সচেতন ও সতর্ক থেকে চলাফেরা করার পাশাপাশি যেকোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট