ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে এবং এখন ভোট গণনার কাজ চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের কারণে আজও ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ঢাবি প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণ বড় ধরনের সংঘাত বা সহিংসতা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা এখন ভোটের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।