যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে মিজানুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা।
স্বজনরা জানান, শ্বাসকষ্ট দেখা দিলে রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ অনুযায়ী, কর্তব্যরত চিকিৎসক প্রথমবার রোগীকে দেখার পর ধারাবাহিকভাবে ওষুধ পরিবর্তন করলেও আর রোগীর শয্যার কাছে ফেরেননি। পাশাপাশি হাসপাতালের ইসিজি মেশিন নষ্ট থাকায় রোগীর প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে স্বজনরা মেশিনটি ভাঙচুর করেন।
এসময় সিসিইউতে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ অস্বীকার করে অনারারি মেডিকেল অফিসার ডা. সজল অধিকারী জানান, রোগীর শারীরিক অবস্থা শুরু থেকেই খুব খারাপ ছিল এবং কোনো অবহেলা করা হয়নি। তার দাবি, মৃত্যুর খবর জানার পর স্বজনরাই উত্তেজিত হয়ে ইসিজি মেশিন ভাঙচুর করেন।
ঘটনার তদন্ত দাবি করেছেন স্বজনরা।