
মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘ন্যায়সঙ্গত নয়’ দাবি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মৃত্যুদণ্ডের মতো শাস্তি মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে দেয়। সংস্থাটি মনে করে, ন্যায়বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তাঁর সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
রায় ঘোষণার পর এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, জুলাই আন্দোলনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা দায়ী, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তবে এই বিচারকাজ ও শাস্তি “কোনোটিই ন্যায়সংগত বা সুবিচার নয়” বলে মন্তব্য করেন তিনি। ক্যালামার্ডের মতে, ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রয়োজন, কিন্তু মৃত্যুদণ্ড আরোপ মানবাধিকার লঙ্ঘনকে আরও গভীর করে, যা নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক শাস্তির চূড়ান্ত উদাহরণ।
তিনি আরও বলেন, বিচার অনুষ্ঠিত হয়েছে এমন একটি আদালতে, যার স্বাধীনতার ঘাটতি ও অস্বচ্ছতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে। আসামিদের অনুপস্থিতিতে বিচার, দ্রুতগতিতে বিচারকাজ শেষ করা এবং রায়ের প্রকৃতি—সবই ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তোলে বলেও মন্তব্য করেন তিনি। ক্যালামার্ড বলেন, শেখ হাসিনার পক্ষে আদালত একজন আইনজীবী নিয়োগ করলেও মামলার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় তাঁকে দেওয়া হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply