1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

জাপা সমাবেশে পুলিশের হামলায় ক্ষুব্ধ শামীম হায়দার পাটোয়ারী

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) সমাবেশে পুলিশের হামলাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়ছে বলেই ষড়যন্ত্রমূলকভাবে দলের কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শামীম পাটোয়ারী বলেন, “আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ বিনা উসকানিতে সমাবেশে হামলা চালিয়েছে, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন, পদদলিত হওয়ারও আশঙ্কা ছিল। অথচ জাতীয় পার্টি সব সময় সরকারকে সহযোগিতা করে এসেছে।”

তিনি আরও বলেন, “আবারও নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে—যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।”

জাপা মহাসচিব অভিযোগ করেন, “সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে, কিন্তু আজকের ঘটনায় মনে হচ্ছে তারা নির্বাচন চায় না। জাতীয় পার্টির চেয়ারম্যানসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে হামলা চালানো হয়েছে, যা অমানবিক। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

তিনি জানান, পুলিশের হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৮ জনকে আটক করা হয়েছে। তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান শামীম পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, “বর্তমান সরকার এনসিপির সরকার। প্রশাসনেও বিএনপি-জামায়াতের প্রভাব বিদ্যমান। এই প্রশাসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

শামীম পাটোয়ারী পুলিশের প্রতি আহ্বান জানান—তারা যেন জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চায়।

এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!