1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দেশের চারটি প্রধান রাজনৈতিক দল। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অব্যাহত থাকবে বলেও তারা সরকারকে আশ্বস্ত করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক জরুরি বৈঠকে এই বার্তা দেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম।

আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয় গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রথমত, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অবস্থান আরও কঠোর হওয়া উচিত। দ্বিতীয়ত, নির্বাচন প্রক্রিয়ায় যেন সুষ্ঠু অগ্রগতি নিশ্চিত করা হয়—এটি বিশেষভাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।”

তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে মতানৈক্যের কোনো অবকাশ নেই। সবাই একবাক্যে জানিয়েছেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তারা অটুট। কেউ কেউ স্বীকার করেছেন, রাজনৈতিক মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বললেও তা কৌশলগত অবস্থান—কোনো বিভাজনের লক্ষণ নয়।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে আসিফ নজরুল বলেন, “ফ্যাসিবাদবিরোধী অবস্থানে যদি আপনারা এক থাকেন, গঠনমূলক কর্মসূচিতে যদি একত্রে থাকেন, তবে দেশের মানুষ স্বস্তি বোধ করবে এবং আশাবাদী হবে। জনগণ আপনাদের একসঙ্গে দেখতে চায়।”

আইন উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলো আশ্বস্ত করেছে, মাঠের বক্তব্য যাই হোক না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডেকে থাকেন, তারা সবাই সাড়া দেন। নিয়মিত ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণও এ ঐক্যের প্রমাণ। তারা আরও জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ দল ও ফ্যাসিস্ট শক্তির কিছু অংশ মাথাচাড়া দিয়ে উঠছে, যাদের প্রতিহত করতে প্রশাসনিকভাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এই জরুরি বৈঠক আহ্বান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!