কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য।
শনিবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।
তিনি জানান, বিদেশে পলাতক ও নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা তাদের এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের লক্ষ্যে ঝটিকা মিছিলসহ নানা তৎপরতা চালাচ্ছে। এই অর্থায়নে গত শুক্রবার কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক ভাড়া করে ও গাড়ি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংক্ষিপ্ত সময়ের একটি ঝটিকা মিছিল বের করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই রুমাল বা মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখেন। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মগোপনে থাকা কিছু ব্যক্তি উসকানিমূলক পোস্ট দিয়ে এসব মিছিলের ইন্ধন জোগাচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০)
আওয়ামী লীগের সহসভাপতি মুকবিল হোসেন (৫৮)
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোতোয়ালি থানা উপদেষ্টা পাপন লাল (৫৫)
বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর নুর তুষার (২৮)
কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আবদুল্লাহ জানান, তাদের বিরুদ্ধে পুরোনো মামলা রয়েছে, পাশাপাশি নতুন মামলাও দায়ের করা হবে। মামলার পর তাদের আদালতে তোলা হবে।