গ্যাস অয়েল ও জেট অয়েলসহ মোট ১৪ লাখ ২০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল সিঙ্গাপুর থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১০ হাজার ৯৭৯ কোটি এক লাখ ৯০ হাজার টাকা।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এই তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে চারটি প্যাকেজ (এ, বি, সি ও ডি) করে দরপত্র আহ্বান করা হয়। মোট ১০টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়, যার মধ্যে ৯টি কারিগরিভাবে রেসপনসিভ বলে বিবেচিত হয়।
সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ অনুযায়ী চারটি প্যাকেজেই সর্বনিম্ন দরদাতা ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়। তাদের কাছ থেকে ১৪ লাখ ২০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ৮৯ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার ৪৯৬ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বাংলাদেশের মুদ্রায় এ অর্থের পরিমাণ ১০ হাজার ৯৭৯ কোটি এক লাখ ৯০ হাজার টাকা।