1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিল ইরান পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

তবে অনুমোদন দেওয়া হলেও তা এখনই কার্যকর হচ্ছে না। বিষয়টি কার্যকরের দায়িত্বে রয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। প্রয়োজন মনে করলে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ইসমাইল কোসারি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইরান নিয়ন্ত্রিত এই হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বজুড়ে পরিবাহিত হয় মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ। এটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট