1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর দুটি ট্রলারের মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা।

ঘটনাস্থলের কাছাকাছি থাকা ট্রলারের জেলেদের বরাত দিয়ে সাজেদ আহমেদ বলেন, বিকেলে প্রায় ২০ থেকে ৩০টি ট্রলার সাগরে মাছ ধরছিল। এ সময় দুটি স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে পাঁচটি ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।

বোট মালিক সমিতির এই নেতা আরও বলেন, খবর পেয়ে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে ঠিক কতজন জেলে আটক হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, তিনি বিভিন্ন মাধ্যমে খবরটি পেয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে তথ্য সংগ্রহের কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!