1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

আর্জেন্টিনা ১-০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে প্রীতি ম্যাচে জয়ী

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে। এক মাস আগের বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ভেনেজুয়েলার সঙ্গে ৩-০ ব্যবধানে জয় পায় আলবিলেস্তেরা। আজও সেই দাপটের পুনরাবৃত্তি দেখায় লিওনেল মেসি ও স্কালোনির দল।

খেলাটি শুরু থেকেই আর্জেন্টিনার দাপট দেখা যায়। ম্যাচের ৬ মিনিটে প্রথম সুযোগ আসে লাউতারো মার্টিনেজের মাধ্যমে, কিন্তু গোলবারে আঘাত করে বল ভেনেজুয়েলা গোলরক্ষকের হাতে চলে যায়। ২৯ মিনিটে ভেনেজুয়েলাও সুযোগ পায়, তবে মার্কেস হেড শট লক্ষ্যভ্রষ্ট হন।

এরপর আক্রমণ চালিয়ে আর্জেন্টিনা লো সেলসোর গোলে ৩১ মিনিটে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তে লাউতারো আরও দুইবার শট নেন, কিন্তু ভেনেজুয়েলা গোলরক্ষক কন্ত্রেরাস প্রতিরোধ করেন। দ্বিতীয়ার্ধেও নিকো পাজের শট সহজেই আটকান কন্ত্রেরাস।

৬১ মিনিটে আলভারেজের ওপর ফাউলের ফলে আর্জেন্টিনা ফ্রি-কিক পায়, তবে তা কাজে লাগে না। ম্যাচের ৭০ মিনিটের পর রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার ও বালের্দিকে মাঠে নামানো হয়।

যদিও আর্জেন্টিনা পরিশেষে আরও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়, তবে ভেনেজুয়েলাও গোলের কোনো কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির দল।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!