সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। হানাহানি ও বিদ্বেষ নয়, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।” তিনি বলেন, “ভিন্নমত থাকতে পারে, তবে আমাদের উচিত একে অপরের মতামত ও বক্তব্যকে সম্মান করা।”
রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘সম্প্রীতি ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান আরও বলেন, “নিজস্ব মতামত থাকবে এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। তবে মতবিরোধ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন অটুট থাকে, সেটাই গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত