1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে বিক্ষুব্ধ জনতা ধরে হেনস্তা করে এবং পরে পুলিশে সোপর্দ করে। ওই সময় বিএনপির কিছু নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর প্রেক্ষিতে তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয় এবং সেখান থেকে ডিবি হেফাজতে স্থানান্তর করা হয়। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার দেখায়নি, বরং ‘আটক’ হিসেবে উল্লেখ করছে।

এদিন সকালে বিএনপির পক্ষ থেকে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

মামলার আবেদন গৃহীত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, এবং নুরুল হুদাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট