ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ জুন) দিনগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ (২৩ জুন) তাকে আদালতে হাজির করা হবে।
ডিবি সূত্রে জানা গেছে, মুহাম্মদ মুনিরুল মাওলার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করে।
জানা গেছে, জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বিতর্কিত ব্যবসায়ী এস আলম, এমডি মুনিরুল মাওলাসহ মোট ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
এর আগে, অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গত ২০ জুন মুহাম্মদ মুনিরুল মাওলাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে অপসারণ করা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত