রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা দলটির কার্যালয়ে হামলা চালায়।
এ সময় কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরো কার্যালয় ভেঙে গুড়িয়ে ফেলা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে পুলিশ ধীরে ধীরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং কার্যালয়ের পাশে অবস্থান নেয়। জলকামানের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত ৩১ আগস্টও কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালিয়েছিল। তখনও কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ লাঠিপেটা করে হামলাকারীদের সরিয়ে দেয় এবং জলকামান ব্যবহার করে আগুন নেভায়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত