
জাতীয় দলের কোচিং প্যানেলে মোহাম্মদ আশরাফুলকে দেখা যেতে পারে—এমন গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৩ নভেম্বর) বিসিবি পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্যই আপাতত আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বোর্ড।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সভা শেষে জানান, আশরাফুলকে এই সিরিজের জন্য অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। আজকের বোর্ড সভায় এই সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে।
এর আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নিক পোথাস। এরপর স্বল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি দায়িত্ব ছাড়ার পর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সাময়িকভাবে ব্যাটিং কোচের দায়িত্বও পালন করছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply