ভারতীয় ক্রিকেট দলের আগস্টে বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে এ সফর স্থগিত হতে পারে। একই সঙ্গে সেপ্টেম্বরে হওয়ার কথা থাকা এশিয়া কাপও বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই বাংলাদেশ সফর ও এশিয়া কাপ থেকে সরে আসার কথা ভাবছে। এর পরিবর্তে ওই সময়ে স্থগিত হয়ে যাওয়া আইপিএল এর বাকি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে তারা।
ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচের সময় ফ্লাডলাইট নিভিয়ে দেওয়ার ঘটনায় খেলোয়াড়রা ভীত হয়ে পড়েন। সীমান্তে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে আইপিএলের ১৮তম আসর আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।