ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার পর থেকেই এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এরই মধ্যে খবর এসেছে, আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, "ভারত এমন কোনো টুর্নামেন্টে খেলতে পারে না, যার আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি) এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটি পুরো দেশের আবেগের বিষয়।"
বর্তমানে এএসিসি'র সভাপতির পদে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, যিনি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, "মোহসিন নাকভি প্রধানে থাকলে চলমান সংকটের প্রেক্ষিতে আমরা এশিয়া কাপে অংশ নেবো না।"
ভারতের এভাবে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর ফলে ২০২৫ সালের আসর নিয়ে বড় সংকট তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আসরের আয়োজক ছিল ভারত। এখন তাদের অংশগ্রহণ স্থগিত রাখার কারণে এএসিসি'কে নতুন ভেন্যু খুঁজতে হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত