এশিয়া কাপের আসর শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। আজ মাঠে নামছে বাংলাদেশ, নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।
শক্তির বিচারে হংকং বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। তাই জয় প্রত্যাশিত হলেও লিটন দাসদের লক্ষ্য শুধু জয় নয়, বরং বড় ব্যবধানের জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার পথ সহজ করা।
সে লক্ষ্যেই সম্ভাব্য সেরা একাদশ সাজিয়েছে বাংলাদেশ। টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং অধিনায়ক লিটন দাস। চারে সুযোগ পেয়েছেন কিছুটা ছন্দহীন হলেও অভিজ্ঞ তাওহিদ হৃদয়। মধ্যক্রমে আছেন শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক।
বোলিং আক্রমণে দুই স্পিনার ও তিন পেসারের সমন্বয় রাখা হয়েছে। স্পিনে আছেন শেখ মাহেদি হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।