
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের কাছে হেরে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত বাংলাদেশের খেলোয়াড়রা। তবে সবাই চাইছেন অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়া নিশ্চিত করেছেন, আগামী ১৪ অক্টোবরের ম্যাচের জন্য দল প্রস্তুত।
জামাল ভূঁইয়া বলেছেন, “আমি, শমিত, ফাহামিদুল, জায়ান একসঙ্গে ওয়ার্ম-আপ করেছি। সেই সময় বলেছি, যখন নামবো ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চাই চারজনই শুরুতেই একাদশে খেলি। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।”
তবে কে খেলবে তা কোচ ঠিক করবেন বলে জানান জামাল। তিনি বলেন, “আমি সব ম্যাচ খেলতে চাই, কিন্তু দিনশেষে সিদ্ধান্ত নেওয়া হবে কোচের। তবে আমি চাই খেলার সুযোগ পাই।”
শেষ মুহূর্তে গোল হজম নিয়ে জামাল বলেন, “এই দলের একটা ইতিহাস আছে—আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। ম্যাচের আগে আলাপ করেছি, পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমাদের যদি জিততে বা পয়েন্ট নিতে হয়, পুরো ম্যাচ ফোকাসড থাকতে হবে। কিন্তু পারিনি।”
হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান জামাল। তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের আরও তিন পয়েন্ট দরকার ছিল, পারিনি। ইনশাআল্লাহ, পরের ম্যাচে কিছু করতে পারব।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply