1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

আসিফ মাহমুদের কাছে একে-৪৭ নয়, ছিল পিস্তলের খালি ম্যাগাজিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসিফ মাহমুদের কাছে একে-৪৭ নয়, বরং একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, যা তিনি ভুলবশত সঙ্গে নিয়ে গেছেন। ঘটনাটিকে তিনি “জাস্ট একটা ভুল” হিসেবে বর্ণনা করেছেন।

সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় মোবাইল নিতে গিয়ে চশমা ভুলে যাওয়া যেমন ঘটে, এটাও তেমনই। যদি উনি আগে জানতেন, তাহলে নিতেন না।”

অস্ত্রের লাইসেন্স ইস্যুতে প্রশ্ন উঠলে উপদেষ্টা জানান, আসিফ মাহমুদের বয়স এখনও ৩০ বছর হয়নি, অথচ আইন অনুযায়ী বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে হলে ন্যূনতম বয়স হতে হয় ৩০ বছর। এ বিষয়ে তিনি বলেন, “আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু কিছু বলতে পারব না।”

বিমানবন্দরে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিন ধরা না পড়া এবং নিরাপত্তা ত্রুটি নিয়েও প্রশ্ন তোলা হলে তিনি বলেন, “আমার ভাই যদি কোনো নেতা হন, তিনি কিছুটা প্রিভিলেজ পান। কিন্তু এই প্রিভিলেজ যেন আর না হয়, সবার ক্ষেত্রে আইন যেন সমান হয়, সেটাই বলা হয়েছে।”

তিনি আরও জানান, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক নানা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে এসব অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলেও আশ্বস্ত করেছেন উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট