ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হুথি বিদ্রোহীরা আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। এ খবর জানিয়েছে আল জাজিরা।
শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তিনি আরও জানান, গত ৪৮ ঘণ্টায় এটি তৃতীয় দফায় হামলার ঘটনা। এছাড়া, হুথিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান-এর ওপর একাধিক হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে মার্কিন সেনাবাহিনী এখনো এই হামলার সত্যতা নিশ্চিত করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেও হুথিরা লোহিত সাগরে একাধিক মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত