ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) ইসরায়েলের দিকে ৫০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। আলজাজিরা, এএফপি এবং পার্স টুডেসহ একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সতর্কবার্তা জারি করে দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জনগণকে বাংকারে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়।
এই হামলার কয়েক ঘণ্টা আগে শনিবার রাতে ইরান শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যার আগেই শুরু হওয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা শহরে অন্তত চারজন নিহত হওয়ার খবর দিয়েছে ইরানি সংবাদ সংস্থা ইরনা ও এএফপি।
তেহরান জানিয়েছে, জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাল্টাপাল্টি হামলার ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যা গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলতে পারে।