ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত মূল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আয়োজিত এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ওসমানের বোন মাছুমা সুলতানা বিন হাদি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাছুমা সুলতানা বলেন, ওসমান শুধু ভারতের নয়, দেশের সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটের রাজনীতির বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন। তিনি দাবি করেন, ওসমানের ওপর হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলার শামিল এবং এই লড়াই থামবে না।
অনুষ্ঠানে ওসমানের ভগ্নিপতি আমির হোসেন বলেন, এখনো মূল হামলাকারীকে গ্রেপ্তার না করা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। হামলাকারী ধরা না পড়লে সরকারকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সভায় এনসিপি ও ইসলামী আন্দোলনের স্থানীয় নেতারাও বক্তব্য দেন।