1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের ইটনা (ইউএনও) বাসভবনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। খেলার মাঠে বিধি-নিষেধ আরোপ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুর নূর (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আব্দুর নূর ইটনা সদরের বড়হাটি গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে।

ইউএনও রায়হানুল ইসলাম জানান, উপজেলা মিনি স্টেডিয়ামে স্থানীয় কিছু লোক জুয়ার মাধ্যমে খেলাধুলা আয়োজন করছিলেন—এমন অভিযোগ পেয়ে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মাঠ ব্যবহারে কিছু বিধি-নিষেধ জারি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শতাধিক উচ্ছৃঙ্খল ব্যক্তি বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পূর্বপরিকল্পনা অনুযায়ী তার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও আনসার সদস্যরা বাধা দেন। এতে আনিস মিয়া নামে এক এসআইসহ কয়েকজন আহত হন। হামলার সময় ইউএনও বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন, তবে বাসায় তার স্ত্রী ও সন্তান অবস্থান করছিলেন এবং আতঙ্কিত হয়ে তাকে খবর দেন।

ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, রাতে ৪২ জনের নাম উল্লেখ করে এবং ২০০–৩০০ জনকে অজ্ঞাত আসামি করে ইউএনওর বাসভবনে কর্মরত এক আনসার সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেন। এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!