1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

সিরিয়ার হাসাকা প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা চালানো হয়েছে। সোমবার (২৩ জুন) এ ঘটনার খবর নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যার মধ্যে রয়েছে ইরানভিত্তিক মেহের নিউজ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো জানায়, হামলার পর ঘাঁটির প্রধান প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জেরে সিরিয়ায় অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। আগেও এসব ঘাঁটি মাঝে মাঝে হামলার শিকার হলেও বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট