1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

১৫ আগস্ট ট্রাম্প-পুতিন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আগামী ১৫ আগস্ট বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে ট্রাম্প লেখেন, অবশেষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠকটি হতে যাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য চুক্তি অনুযায়ী ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে, তবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে মস্কো।

পুতিনের আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এক ক্রেমলিন কর্মকর্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিকট প্রতিবেশী, আর বৈঠকের জন্য আলাস্কা উপযুক্ত স্থান।

২০১৯ সালের পর এটাই প্রথমবার সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন ট্রাম্প ও পুতিন। তবে বৈঠক নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!