
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হন।
বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডা. জুবাইদা রহমান ঢাকা ছাড়েন।
এর আগে গত ৫ ডিসেম্বর দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হওয়ার উদ্দেশ্যে তিনি তখন ঢাকায় এসেছিলেন।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসার ফলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং আগের মতো কোনো অবনতি ঘটেনি।
গতকাল শুক্রবার জাহিদ হোসেন আরও জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শরীরে একটি ছোট ধরনের চিকিৎসা-প্রক্রিয়া (প্রসিজার) সম্পন্ন করা হয়েছে, যা তিনি সফলভাবে গ্রহণ করেছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply