“সত্যের প্রতিচ্ছবি”—এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪টায় ঢাকার যাত্রাবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “বাকেরগঞ্জ দর্পণ” অনলাইন নিউজ পোর্টালের। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি নতুন এই উদ্যোগকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
বাকেরগঞ্জ উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে “বাকেরগঞ্জ দর্পণ” আধুনিক ধারায় নির্ভরযোগ্য তথ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জানিয়েছে। পোর্টালের প্রধান দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন—
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোজাম্মেল হোসেন মোহন
ব্যবস্থাপনা সম্পাদক: প্রকৌশলী মোঃ মাসুদ খান
নির্বাহী সম্পাদক-১: ইমরান হোসেন কামাল
নির্বাহী সম্পাদক-২: মোঃ শাহিন মিরা
নির্বাহী সম্পাদক-৩: মোঃ জহিরুল ইসলাম
বার্তা সম্পাদক: মোঃ অলিউল্লাহ খান
যুগ্ম বার্তা সম্পাদক: খান মোঃ মেহেদী
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে প্রতিবেদক এবং সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োগ দেওয়া হবে। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে “বাকেরগঞ্জ দর্পণ” এখন তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।