ঈদের ছুটির মাঝেই আজ মঙ্গলবার (১০ জুন) দেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছে এক ঐতিহাসিক সন্ধ্যা। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও শক্তিশালী সিঙ্গাপুর।
এই গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে রাজধানীতে ফুটবলপ্রেমীদের মাঝে বিরাজ করছে তীব্র উত্তেজনা ও উন্মাদনা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জাতীয় দল ও ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা হামজা চৌধুরীকে নিয়ে ব্যাপক আলোচনা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামে প্রবেশের সময় ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে।
স্টেডিয়ামের প্রবেশপথে টিকিট যাচাইয়ে থাকবে কঠোর নজরদারি। কেউ যেন টিকিট ছাড়া প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। পাশাপাশি, জাল টিকিট বা টিকিট কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে স্টেডিয়ামে না যাওয়া দর্শকরাও ম্যাচ উপভোগ করতে পারেন।
আজকের ম্যাচে সাফল্যের মাধ্যমে বাংলাদেশ ফুটবলে নতুন ইতিহাস রচনার আশায় বুক বেঁধেছে সমর্থকরা।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত