বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আলোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানায়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এএনআইকে জানান, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে এবং এ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে।
ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছে, বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককে দুই দেশের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ৩ এপ্রিল ব্যাংকক সফর করবেন এবং সম্মেলন শেষে ৪ এপ্রিল ঢাকায় ফিরবেন।
প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের জন্য বাংলাদেশ চিঠি পাঠিয়েছিল। তবে সে সময় বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। তবে এবার ব্যাংককে বৈঠকটি হলে, এটি হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত